Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মোদন মোহন আঙ্গিনা
Location
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ০১ নং রতনদিয়া ইউনিয়নে ।
Transportation
কালুখালী উপজেলা পরিষদ হতে পাকা রাস্তা পায়ে হেটে অথবা রিক্সা, অটো- রিক্সা, ভ্যান যোগে যাওয়া যায়।
Details

 মোদনমোহন আঙ্গিণাঃএই মোদনমোহন আঙ্গিণাটি সর্বপ্রথম  ১৮৪০ সালে কালুখালী উপজেলার ০১ রতনদিয়া ইউনিয়নের গঙ্গানান্দপুর গ্রামের মোড়ালিখোলা মৌজায় স্থাপিত হয়। পরবর্তীতে মোদনমোহন আঙ্গিণাটি পূনরায় সংস্কার করার জন্য ১৯৬৬ সালে ০১ নং রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে স্থানান্তর করা হয়। আসল কথ হলো এই মন্দিরে একটি মুর্তি আছে যাকে নিয়ে কালুখালীর হিন্দু সম্প্রাদয়ের এতটা উদ্ব্যেগ। লোকের মুখে শোনা যায় এই মোদনমোহন আঙ্গিণাটি উনিশ দশকের প্রথম দিকে পদ্মা নদীর স্রোত এর সাথে ভেসে আসে আর সেটা মোড়ালিখোলা গ্রামেই আটকে পড়ে এবং কোন এক হিন্দু সণ্যাসি এটার সপ্নে দেখে সেখান থেকেই হিন্দু পূজারীরা এটাকে সংরক্ষন করতে লাগলেন এবং পূজা আরচনা করতে লাগলেন। সেখান থেকে ঠাকুর মোদনমোহন গোস্বামী সেটাকে উঠিয়ে তাহার নিজ বাড়ীতে ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন। আর সেখান থেকেই এটার নাম হয় মোদনমোহন পূজা মন্দির আঙ্গিণা।বার মাসে এখানে বড় আয়োজনে পূজা উদযাপিত হয়। তাছাড়া দূর্গাপুজার আয়োজনও করা হয়। এ মন্দিরের অনেক ভক্ত লোক আছে যারা সবসময় এখানে থাকে যত্ন সেবা করে।তাছাড়া পুজার সময় সারা বাংলাদেশের মানুষ এমনকি ভারত থেকেও লোক আসে দর্শনের জন্য।