Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
কালুখালী উপজেলা পরিষদ
Details

কালুখালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবণঃ কালুখালী উপজেলাটি বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা অনুযায়ী ১৭ নভেম্বর  ২০০৯ সালে এটি ঢাকা বিভাগস্ত রাজবাড়ী জেলার অধীনে ৫ম উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। উপজেলা অফিস ভবণটি চারতলা বিশিষ্ট দুইটা বিল্ডিং রয়েছে তাছাড়া, দুইটি গেজেট কোয়ার্টার একটি ডরমেটরী ভবন এবং উপজেলা নির্বাহী অফিসারের বাসভবণ ও উপজেলা চেয়ারম্যানের বাসভবণ রয়েছে। সুবিশাল জায়গায় অবস্থিত এই রাজবাড়ী জেলার ৫ম উপজেলা। উপজেলার আয়তন ১৬৯.৫৮ বর্গ কিলোমিটার এবং এর মোট জন সংখ্যা ১,৫৫,০৪৪ জন। এ উপজেলায় ৭ টি ইউনিয়ন রয়েছে।