Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

 

(ক) সড়ক পথ : কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ১.০০ কিঃ মিঃ দক্ষিনে রাজবাড়ী –কুষ্টিয়া মহাসড়কের অবস্থান।এখান থেকে সড়ক পথে গোয়ালন্দ হয়ে ঢাকা এবং কুষ্টিয়া যাতায়াত করা যায় ।

(খ) রেল পথ : রতনদিয়া ইউনিয়নের কালুখালী রেল ষ্টেশন ১৯৩১ ইং সনে স্থাপিত হয়। কালুখালী রেল ষ্টেশন হতে গোয়ালন্দ ঘাট ও খুলনা এবং পোড়াদহ হয়ে উত্তর বঙ্গে রাজশাহী রংপুর যাতায়াত করা যায়। বর্তমানে কালুখালী হতে  গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া রেল পথ নির্মান কাজ প্রায় শেষের দিকে। ঐতিহ্যবাহীকালুখালী জংশন রেল ষ্টেশনের নামে কালুখালী উপজেলার নাম করন করা হয়েছে। রতনদিয়া ইউনিয়নের মধ্যে ১১.০০কিঃ মিঃ রেল পথ আছে।

(গ) নদীপথ : রতনদিয়া ইউনিয়নের ৫.০০কিঃমিঃ উত্তরে পদ্মা নদীর অবস্থান। নদী পথে পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ জেলায় যাতায়াত করা যায়। রতনদিয়া ইউনিয়নের মধ্যে ৮.০০কিঃ মিঃ নদী পথ আছে।